শিবগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে রোপনকৃত ধানের চারা বিনষ্টের অভিযোগ | Daily Chandni Bazar শিবগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে রোপনকৃত ধানের চারা বিনষ্টের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:৪৪
শিবগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে রোপনকৃত ধানের চারা বিনষ্টের অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে রোপনকৃত
 ধানের চারা বিনষ্টের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে জোড়পূর্বক রোপনকৃত ধানের চারা বিনষ্ট করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়,পৌর এলাকার কানুপুর গ্রামের মোহাম্মদ আলী পাশের গ্রামের রতনের কাছ থেকে শব্দলদিঘী মৌজার ৫১৪/৮৮৭ দাগে ২০ শতক জমি ক্রয় করে চাষাবাদ করে আসছে। বর্তমানে তারা জমিতে আমন ধানের চারা রোপন করে। এ অবস্থায় গতকাল শনিবার সকালে রতনের পরিবারের লোকজন জমিতে উপস্থিত হয়ে রোপনকৃত ধানের চারা উপরে ফেলে বিনষ্ট করে। এ সময় মোহাম্মদ আলীর পরিবারের লোকজন বাধা দিলে  তারা  তাদের প্রাণনাষের হুমকি সহ নানাভাবে ভয়ভীতি দেখায়। এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন