
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে রেজিঃকৃত জমির সরিষা ক্ষেত নষ্ট করে বেদখলের চেষ্টা! আদালতে ৩ জনকে আসামি করে মামলা দায়ের।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের মতিয়ার রহমান বাদী হয়ে জেলা বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মোকর্দ্দমা নং-৭২পি-২০২৪ শিবগঞ্জ। মামলায় বলা হয়েছে, একই ইউপির সোনাপুরা গ্রামের আঃ খালেক মন্ডলের পুত্র আঃ ওহাব, রফিকুল ইসলাম ও আঃ ওহাবের স্ত্রী লতিফা বেগম কর্তৃক মতিয়ার রহমানের রেজিঃকৃত জমি যা খাজনা খারিজ নিজ নামিও। মৌসমে সরিষার ক্ষেত চাষ আবাদ করেছেন। উক্ত জমিতে গত ৩ ফেব্রæয়ারি সকাল ১১টায় সরিষা ক্ষেত কাটিয়া নষ্ট করে বেঅইনীভাবে তার জমি বেদখলের চেষ্টা করে। এ ঘটনায় মতিয়ার রহমান বাদী হয়ে ৭ ফেব্রæয়ারি উল্লেখি ৩ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য শিবগঞ্জ উপজেলা সহকারী ভুমি কমিশনার বরারবরে প্রেরণ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন