ধুনটে বিজ শিক্ষা কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar ধুনটে বিজ শিক্ষা কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:১২
ধুনটে বিজ শিক্ষা কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে বিজ শিক্ষা কর্মসূচির ক্রীড়া 
প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

বগুড়ার ধুনটে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিজ শিক্ষা কর্মসূচির প্রাক-প্রাথমিক শিক্ষা এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই ফেব্রুয়ারি) দুপুরে ধুনট সরকারি নাইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান।   

ঢাকার বিজ উপ-সহকারি পরিচালক (শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি) শাহী মাছুমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম, বাদশাহ, ধুনট উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, সামাজিক সুরক্ষা কর্মসূচির শিক্ষা বিজ এর ম্যানেজার আনোয়ার জাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওবায়াদুর রহমান, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, ধুনট বিজ অফিস শাখার ম্যানেজার সোহেল রানা প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন