মান্দায় ইউপির উপনির্বাচনে নয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল | Daily Chandni Bazar মান্দায় ইউপির উপনির্বাচনে নয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৩১
মান্দায় ইউপির উপনির্বাচনে নয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় ইউপির উপনির্বাচনে নয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন তাঁরা।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, আকবর আলী প্রামাণিক, কাজেম উদ্দিন প্রামাণিক, গোলাম মোস্তফা, স্বাধীন কৃষ্ণ রায়, ফজলুল বারী সাফি, জাইদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মোজাফফর হোসেন ও মোস্তাকিন হোসেন সরকার।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হন জামায়াতনেতা ইয়াছিন আলী। জটিল রোগে আক্রান্ত হয়ে গতবছরের ২১ নভেম্বর তিনি মারা যান। এর পর পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মাহবুবুল কবীর জানান, আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। আগামি ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪,৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২,৩৮৭ জন ও নারী ভোটার ১২,৩৭৭ জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন