রংপুর ইপিজেডের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত | Daily Chandni Bazar রংপুর ইপিজেডের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:২৭
রংপুর ইপিজেডের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

রংপুর ইপিজেডের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের
দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ঘোষিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জ শহরের চারমাথা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর ইপিজেড এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন পালন  করা হয়। ইপিজেড বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও  ওয়ার্র্কার্স পার্টির সভাপতি এম এ মোতিন মোল্লা, জাসদ নেতা সেকেন্দার আলী, জেএসডি নেতা আইয়ুব হোসেন সরকার, বাসদ নেতা রফিকুল ইসলাম, অধ্যক্ষ শরিফ আহমেদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংস্কৃতিক কর্র্মী ও বিশিষ্ট ব্যবসায়ী বাবুলাল চৌধুরী, সাংস্কৃতিক কর্র্মী অলোক কুমার, রির্র্পোটার্র্স ফোরামের শাহ আলম সরকার সাজু, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, ক্রাইম রির্র্পোটার ইউনিটের সভাপতি আলমগীর হোসেন, মানবাধিকার সংস্থার সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাহাদুর রহমান সাজু, দর্র্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহারুল ইসলাম, সমাজকর্মী তৌফিকুল ইসলাম পাপন, নারী নেত্রী হ্য্যাপী খাতুন, ধারাভাষ্য্যকার রবিউল ইসলাম  প্রমুখ। বক্তারা অবিলম্বে রংপুর ইপিজেড এর অবকাঠামো নির্মাণ সহ যাবতীয় কার্যক্রম শুরু করার দাবী জানান। সেই সাথে মহান জাতীয় সংসদে ইপিজেড বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্র্ষণ করে বক্তব্য দেয়ায় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন