ধুনটে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে নি:স্ব ব্যবসায়ী | Daily Chandni Bazar ধুনটে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে নি:স্ব ব্যবসায়ী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৪৪
ধুনটে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে নি:স্ব ব্যবসায়ী
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে দুর্বৃত্তদের আগুনে দোকান
পুড়ে নি:স্ব ব্যবসায়ী

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে একটি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পেট্রোল ঢেলে আগুন লাগানোর কারনে মুহুর্তেই ওই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তদের লাগানো আগুনে সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়ে গেছে ওই ব্যবসায়ী। এঘটনায় শুক্রবার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আশিক হাসান বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও সরেজমিন জানাগেছে, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট উত্তরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আশিক হাসান মোনহারী দোকানের পাশাপাশি ও সার কীটনাশক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত পৌনে ২টার দিকে হঠাৎ তার দোকানে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন করলেও তার দোকানে রক্ষিত নগদ ৯৬ হাজার টাকা এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এবিষয়ে দোকান মালিক আশিক হাসান বলেন, দোকানের উপরই আমার পরিবার নির্ভর করতো। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে এলাকার ৪/৫ জন ব্যক্তি আমার দোকানে আগুন লাগিয়েছে বলে ধারনা করছি। এবিষয়ে থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
এবিষয়ে ধুনট থানার এসআই অমিত বিশ্বাস বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন