দুপচাঁচিয়ায় দিনব্যাপী উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় দিনব্যাপী উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:১৮
দুপচাঁচিয়ায় দিনব্যাপী উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় দিনব্যাপী উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী এবং গৌর চন্দ্র দাসের পরিচালনায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শরীফ আহম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, প্রধান শিক্ষক বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালরা কমিটির সভাপতি বাকির হোসেন সহ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।   প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন