বগুড়ায় প্রতিবন্ধী শিশু ও চলাচলে অক্ষম ব্যক্তির পাশে দাঁড়ালো অর্গান | Daily Chandni Bazar বগুড়ায় প্রতিবন্ধী শিশু ও চলাচলে অক্ষম ব্যক্তির পাশে দাঁড়ালো অর্গান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৫৯
বগুড়ায় প্রতিবন্ধী শিশু ও চলাচলে অক্ষম ব্যক্তির পাশে দাঁড়ালো অর্গান
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় প্রতিবন্ধী শিশু ও চলাচলে 
অক্ষম ব্যক্তির পাশে দাঁড়ালো অর্গান

বগুড়ায় "চিকিৎসা সেবা ও উপকরন বিতরন" শীর্ষক কর্মসূচিতে শারীরিক প্রতিবন্ধী শিশু আব্দুল মজিদ এবং চলাচলে অক্ষম ব্যক্তি হাফিজার মিয়ার পাশে দাঁড়িয়েছে "অর্গানাইজেশন ফর এ্যাডভ্যান্সমেন্ট অফ দ্যা নেশন (অর্গান)"। সোমবার সংস্থাটির রামেশ্বরপুর মাঝপাড়া শাখা অফিসে শিশু মজিদকে হাটা ও চলাফেরা করার জন্য ওয়াকিং স্ট্রিক এবং হাফিজার মিয়াকে একজোড়া ক্রাচ প্রদান করা হয়।

অর্গান সংস্থাটির পরিচালক রাকিবুল মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের এই উপহার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর। এসময় সংস্থার উপ-পরিচালক মঞ্জুর রশিদসহ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধনে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় অর্গান সংস্থাটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক নানা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংস্থাটি অবহেলিত জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে পুনর্বাসন কর্মসূচি পরিচালনা, পেশাভিত্তিক কাজের প্রশিক্ষণ প্রদানসহ অর্থনৈতিক সচ্ছলতা আনয়নে করণীয় নাবাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন