ধুনটে স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় স্বামী গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় স্বামী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:২০
ধুনটে স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় স্বামী গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে
ছড়িয়ে দেয়ায় স্বামী গ্রেফতার

বগুড়ার ধুনটে স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় আনন্দ বাদ্যকর (২৮) নামে এক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারী) ওই নারী বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তার স্বামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আনন্দ বাদ্যকর ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের দুলাল বাদ্যকরের ছেলে।

মামলাসূত্রে জানাগেছে, আনন্দ বাদ্যকরের সঙ্গে গত ৮ বছর আগে সনাতন ধর্ম অনুযায়ি কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ের (২৬) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৫ বছর ও ৩ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। গত ২৫ দিন আগে পারিবারিক কলহের কারনে মেয়েটি তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে গিয়ে বসবাস করছে। এমতাবস্থায় গত ২১ ফেব্রুয়ারী আনন্দ বাদ্যকর তার ফেসবুক আইডির ষ্টোরিতে স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়। পরবর্তীতে মেয়েটি ও পরিবারের লোকজন ভিডিওটি দেখতে পায়।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, মেয়েটি তার স্বামীর বিরুদ্ধে ফেসবুকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন