ধুনটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০০:৫০
ধুনটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ
দুইজন গ্রেফতার

বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শাকদহ পূর্বপাড়া এলাকার মৃত চাঁন শেখের ছেলে খোরশেদ আলম শেখ (৫০) ও জালশুকা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৮)।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরি, শাকদহ পূর্বপাড়া এলাকার খোরশেদ আলম শেখের বাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা সহ খোরশেদ আলমকে এবং আরো ১ কেজি গাঁজাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন