নন্দীগ্রামে জাতীয় বীমা দিবস পালিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে জাতীয় বীমা দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মার্চ, ২০২৪ ২৩:৪৬
নন্দীগ্রামে জাতীয় বীমা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক

নন্দীগ্রামে জাতীয় বীমা দিবস পালিত

'করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পলিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন ম্যানেজার ইনচার্জ আবু রায়হান মন্ডল, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ফেরদৌসুর রহমান, উপমহাব্যবস্থাক মাছুদুর রহমান ও প্রমুখ। এরপূর্বে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন