নন্দীগ্রামে সরিষা ক্ষেত থেকে উদ্ধার হওয়া সেই মরদেহের পরিচয় মিলেছে | Daily Chandni Bazar নন্দীগ্রামে সরিষা ক্ষেত থেকে উদ্ধার হওয়া সেই মরদেহের পরিচয় মিলেছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মার্চ, ২০২৪ ২৩:৫৩
নন্দীগ্রামে সরিষা ক্ষেত থেকে উদ্ধার হওয়া সেই মরদেহের পরিচয় মিলেছে
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-

নন্দীগ্রামে সরিষা ক্ষেত থেকে উদ্ধার হওয়া সেই মরদেহের পরিচয় মিলেছে

বগুড়ার নন্দীগ্রামে সরিষাক্ষেত থেকে উদ্ধারের দুইদিন পর পরিচয় মিলেছে সেই যুবকের। ওই ব্যাক্তির নাম মোত্তালিব হোসেন (৪০)। মৃত ব্যাক্তির স্ত্রী, চাচা, চাচাতো ভাই সহ নিকট আত্মীয়-স্বজনরা মৃত ব্যক্তির পরনে জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল দেখে মৃত ব্যক্তি মোত্তালিব হোসেন  সনাক্ত করে বলে জানিয়েছে নন্দীগ্রাম থানা পুলিশ। জানা গেছে নিহত মোত্তালিব হোসেন রংপুর জেলার  পীরগাছা থানার আব্দুল্যাপুর গ্রামের জয়নাল হোসেনের ছেলে। উল্লেখ্য গত (২৭শে ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর  সাড়ে ১২ টার দিকে নন্দীগ্রাম থানার সিংজানি গোয়ালিয়া মাঠে সরিষার ক্ষেতে জমির মধ্যে অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইনসহ অন্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে সিআইডি বগুড়া, পিবিআই বগুড়া, র‌্যাব-১২ বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। নন্দীগ্রাম থানার এসআই মোঃ তারিকুল ইসলাম মরদেহের রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করে। মৃত দেহটি ময়না তদন্ত শেষে পরিচয় শনাক্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার হিমাগারে সংরক্ষন করা হয়। সিআইডি টিম মৃত দেহের আঙ্গুলের ছাপ এর মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম তথ্য নিশ্চিত করে এই প্রতিবেদকে বলেন, সিআইডি টিম আঙ্গুলের ছাপ এর মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আশা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি এবং তদন্ত চলছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন