আদমদীঘিতে পূর্বশক্রতায় বৃদ্ধাকে মারধরে আহত | Daily Chandni Bazar আদমদীঘিতে পূর্বশক্রতায় বৃদ্ধাকে মারধরে আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মার্চ, ২০২৪ ০০:০৪
আদমদীঘিতে পূর্বশক্রতায় বৃদ্ধাকে মারধরে আহত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

আদমদীঘিতে পূর্বশক্রতায় বৃদ্ধাকে মারধরে আহত

বগুড়ার আদমদীঘিতে পুর্বশক্রতার জেরধরে বিরোধের জেরধরে রশিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে মারধরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাকে গুরুত্বর অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ধনতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রশিদা বেগমের ছেলে তমজিদুল ইসলাম গোলাপ বাদি হয়ে প্রতিবেশি মোর্শারফ হোসেন কোরেশ, তার স্ত্রীসহ ৫জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 
থানায় দেয়া লিখিত অভিযোগে জানাযায়, ওই গ্রামের প্রতিবন্দী গোলাম মোস্তফার সাথে প্রতিবেশি মোর্শারফ হোসেনের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে পারিবারিক কলহ চলছিল। গত বৃহস্পতিবার সকালে বাদির পরিবারের সাথে প্রতিবেশি মোর্শারফ হোসেনের পরিবারের মধ্যে বাক বিতন্ডা হয়। এর পর্যায়ে প্রতিপক্ষ মোর্শারফ হোসেনসহ তার লোকজন বাদির বাড়িতে ঢুকে বৃদ্ধা রশিদা বেগমকে মারপিটের ঘটনা ঘটনায়। এতে বৃদ্ধা রশিদা বেগম আহত হয়। তাকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন