শাজাহানপুরে গোহাইল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar শাজাহানপুরে গোহাইল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২৪ ২৩:২৩
শাজাহানপুরে গোহাইল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
বগুড়া শাজাহানপুর প্রতিনিধি

শাজাহানপুরে গোহাইল স্কুল এন্ড
কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ২দিন ব্যাপী ৮১তম বাৎসরিক ক্রীড়া প্রতিেিযাগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অথিতি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু ক্রীড়া প্রতিযোগীতাটির পুরস্কার বিতরণ করেন।
অনূষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ। 
প্রতি বছরের ন্যায় এ বছরও ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে উৎসব মুখর পরিবেশে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী ইমাম ইনোকীর সভাপতিত্বে এ 
ক্রীড়া প্রতিযোগীতাটির সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন কলেজের অধ্যাক্ষ মোতাহার হোসেন মুকুল ও প্রভাষক শহিদূল ইসলাম। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠনে বিষেশ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন খরনা ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহীন,ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আঃ রশীদ,গোহাইল ইউনিয়ন জাতীয় পাটির নেতা মুক্তার হোসেন,সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান,শিক্ষক প্রতিনিধি প্রভাষক জিনাত জাহান পাতা সহ অন্যান্য প্রমূখ।
অত্র বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষকা ও সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগন উপস্থিত হইয়া অনুষ্ঠানটি আনন্দ মুখর করে তোলে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন