নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২৪ ২৩:৪৬
নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-

নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

'সাত কোটি মানুষকে দাবায়া রাখতে পারবা না' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন