বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৭ই মার্চ পালন | Daily Chandni Bazar বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৭ই মার্চ পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২৪ ২৩:৫১
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৭ই মার্চ পালন
ষ্টাফ রিপোর্টার

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৭ই মার্চ পালন

‘ঐতিহাসিক ৭ই মার্চ’ ২০২৪ জাতীয় দিবস উদযাপন করেছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট। দিবসটি পালনে বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়, বটতলা চত্ত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, আসাদ হোসেন, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য রবিউল করিম হৃদয়, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, ফাল্গুণী থিয়েটারের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক এমএ ওয়ারেছ ভুট্টা, কবি ও মল্লিকা সম্পাদক আজিজার রহমান তাজসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন