আদমদীঘিতে সেচ মালিকের গায়ে দূর্বৃত্তদের আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা | Daily Chandni Bazar আদমদীঘিতে সেচ মালিকের গায়ে দূর্বৃত্তদের আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২৪ ২৩:৫৭
আদমদীঘিতে সেচ মালিকের গায়ে দূর্বৃত্তদের আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

আদমদীঘিতে সেচ মালিকের গায়ে দূর্বৃত্তদের আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা

বুধবার রাতে উপজেলার সান্তাহার খাদ্য শস্য সাইলো সড়কে অজ্ঞাত দূর্বত্তরা হত্যার উদ্দেশ্যে এক সেচ পাম্প মালিকের হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বুদ্ধিমত্বায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। জানা গেছে, উপজেলার সান্তাহার শহর সংলগ্ন সান্দিড়া গ্রামের চকপাড়ার নজর আলী মন্ডলের ছেলে নুরল ইসলাম বুধবার রাতে সান্তাহার শহর থেকে তার বাড়ি যাচ্ছিল। তিনি সাইলো সড়কের দমদমা গ্রামের মোড়ে পৌঁছলে সেখানে লুকিয়ে থাকা দূর্বত্তরা তাকে ধরে হাত-পা বেঁধে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে গায়ে আগুন লাগিয়ে দেয়। এসময় তিনি আত্মচিৎকার দিলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর সে পাশে জমির কাদাপানিতে লাফ দিয়ে গড়াগড়ি দেওয়ার পাশাপাশি চিৎকার দিতে থাকে। তার চিৎকারে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়। সান্দিড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম রঞ্জু বলেন, সেচ পাম্প নিয়ে বিরোধের জেরে দূর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এঘটনায় এরিপোর্ট পাঠানো সময় পর্যন্ত থানায় মামলা হয়নি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন