রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত | Daily Chandni Bazar রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ মার্চ, ২০২৪ ২৩:০৯
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত
অনলাইন ডেস্ক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় বাগমারার সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম লোকমান আলী (৪৫)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের আক্কাস আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ জানান, সকালে বাগমারা থেকে সিএনজি অটোরিকশায় চড়ে রাজশাহী শহরে আসছিলেন লোকমান আলী। পথে খড়খড়ি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকমান আলী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।

ওসি জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত লোকমান আলীর মরদেহটিও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন