শাজাহানপুরে আগুনে পড়ুলো গুচ্ছগ্রামের ১০ ঘর | Daily Chandni Bazar শাজাহানপুরে আগুনে পড়ুলো গুচ্ছগ্রামের ১০ ঘর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ মার্চ, ২০২৪ ২২:০৯
শাজাহানপুরে আগুনে পড়ুলো গুচ্ছগ্রামের ১০ ঘর
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

শাজাহানপুরে আগুনে পড়ুলো গুচ্ছগ্রামের ১০ ঘর

বগুড়ার শাজাহানপুরে  ডোমনপুকুর গুচ্ছ গ্রামে ভয়াবহ আগুনে ১০ পরিবারের  ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের পাওয়া যায়নি।

সোমবার (১১মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা মাঝিড়া ডোমনপুকুর গুচ্ছ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম  বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত নির্ণয় করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
স্থানীয়  প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর হঠাৎ গুচ্ছ গ্রামে মধ্যে  হঠাৎ আগুনের সূত্রপাত। এ আগুনে শাহিন,মালেক, পান ব্যবসায়ী নাজু সহ আরও  ১০ টি পরিবারের ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শাহিন দাবি করেন গরু বিক্রির ৫ লাখ টাকা আগুন পুড়ে গেছে। 
 
স্থানীয় ইউপি সদস্য আফজাল বাচ্চু জানায়, আগুনে যেসব মানুষের ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। একটি ঘরেরও কোনোকিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চালডাল খাতা কলম, টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারগুলো সব হারিয়ে একদম নি:স্ব হয়ে গেছে। 

শাজাহানপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু  বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক।খবর পেয়ে তাৎক্ষণিক পরিদর্শন করেছি। সেখানে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন থেকে ত্রাণ সামগ্রী,প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা তুলে   দেওয়া  হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন