আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাবতলীর নারুয়ামালা ইউনিয়ন আ’লীগের মতবিনিময় সভা | Daily Chandni Bazar আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাবতলীর নারুয়ামালা ইউনিয়ন আ’লীগের মতবিনিময় সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ মার্চ, ২০২৪ ২২:১৪
আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গাবতলীর নারুয়ামালা ইউনিয়ন আ’লীগের মতবিনিময় সভা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে
গাবতলীর নারুয়ামালা ইউনিয়ন আ’লীগের মতবিনিময় সভা

বগুড়া গাবতলীর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেছেন, উপজেলাবাসীর সেবক হয়ে কাজ করেছি। গাবতলীর উন্নয়নে নিজেকে সবসময় নিয়োজিত রেখেছি। মানুষের বিপদ-আপদে পাশি দাঁড়িয়েছি। নিজের মাষিক সম্মানির টাকা গরীব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। টিআর প্রকল্পের টাকা মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দান করেছি। তিনি বলেন, উপজেলার অনেক কাচা রাস্তা পাকা করণের ব্যবস্থা করেছি। এই ৫বছরে নিজের জন্য কিছুই করিনি। আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১০মার্চ রাতে নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাগুলী হাইস্কুল মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি একথাগুলো বলেন। নাড়–য়ামালা  ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। আওয়ামী লীগ নেতা এজাজুল হক এজাজের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, ইউপি  সদস্য মাহমুদুন্নবী অটল, আলফাজুর, সাজেদুর রহমান সবুজ, শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান লিটন,  শান্ত, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কলমসহ প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বর্তমান উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার জন্য নিরলসভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন