বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আবুল কাশেমের মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামী লীগের শোক | Daily Chandni Bazar বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আবুল কাশেমের মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামী লীগের শোক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ০১:৩০
বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আবুল কাশেমের মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামী লীগের শোক
নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আবুল কাশেমের মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামী লীগের শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সান্তাহার পৌর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম (৭২) গত সোমবার সকাল আনুমানিক এগারোটায় নিজ বাসভবনের বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি  ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনাগাহী রেখে গেছেন।  

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু এমপি ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি। 
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন প্রবীণ এই ব্যক্তি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে দলের জন্য নিবেদিত হয়ে সারা জীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।দেশের জন্য তার এই অবদান সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার- পরিজনের  প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন