
বগুড়ার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) সকাল ৭ টার দিকে শেরপুর শহরের হাজীপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (৫০) শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি সিগারেট কোম্পানির স্থানীয় ডিপো সেন্টারে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো: নাদির হোসেন জানান, নিহত নজরুল ইসলাম বুধবার সকাল ৭টার দিকে মোটর সাইকেল নিয়ে ঢাকা বগুড়া মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে পুর্ব দিকে পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম বলেন, নিহতের পরিচয় নিশ্চিত হয়ে তার লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটির অনুসন্ধান চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন