বীরগঞ্জে ৫ দিন নিখোঁজের পর ১ সন্তানের জননীর লাশ উদ্ধার | Daily Chandni Bazar বীরগঞ্জে ৫ দিন নিখোঁজের পর ১ সন্তানের জননীর লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ২২:২২
বীরগঞ্জে ৫ দিন নিখোঁজের পর ১ সন্তানের জননীর লাশ উদ্ধার
বীরগঞ্জ প্রতিনিধিঃ

বীরগঞ্জে ৫ দিন নিখোঁজের পর ১ সন্তানের জননীর লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে ভূট্টা ক্ষেত হতে রিপা (২৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রিপা উপজেলার মরিচা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মোঃ রুবেলের স্ত্রী এবং একই উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের মৃত আনারুল ইসলামের কন্যা। গতকাল বুধবার বিকেলে উপজেলার সাতোর ইউনিয়নের চকরঘু গ্রামের মকলেছুর রহমানের ভূট্টা ক্ষেত হতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, সে একজন মানসিক রোগী এবং প্রায়ই ঘুমের ট্যাবলেট খেতো। রিপা মাঝে মধ্যে আত্মহত্যার চেষ্টা করত। মেয়েটির ১টি ৫ বছর বয়সের মেয়ে আছে। সাতোর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল জলিল জানান, গত শবে বরাতের দিন মায়ের সাথে দুলাভাই সাতোর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ওবাইদুল ইসলামের বাসায় বেড়াতে আসে রিপা। এরপর গত শনিবার থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর তার খোঁজ চেয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিজ ভূট্টা খেতে পানি দিতে এসে চকরঘু গ্রামের মৃত মসির উদ্দিনের ছেলে মকলেছুর রহমান ড্রেনের পাশে মরদেহটি মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি অবহিত করলে সুরতহাল শেষে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত রিপার শরীরের কোথাও কোন  আঘাতের চিহৃ পাওয়া যায় নি। মরদেহের পাশে দুইটি বিষের বোতল, দুই কানে হেড ফোনসহ বুকের ভিতর হতে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত রিপা মানসিক রোগী ছিলেন বলে পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার আগে প্রায় আত্মহত্যার করার কথা পরিবারের কাছে বলতেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন