পাবনায় নিখোঁজের তিনদিন পর মিলল যুবকের গলাকাটা মরদেহ | Daily Chandni Bazar পাবনায় নিখোঁজের তিনদিন পর মিলল যুবকের গলাকাটা মরদেহ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ২২:৩২
পাবনায় নিখোঁজের তিনদিন পর মিলল যুবকের গলাকাটা মরদেহ
পাবনা প্রতিনিধি:

 পাবনায় নিখোঁজের তিনদিন পর মিলল যুবকের গলাকাটা মরদেহ

পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর মো. আজাদ (২১) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার দাপুনিয়ান ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মোশাররফ চেয়ারম্যানের প্রজেক্টের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আজাদ দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. আব্দুল হাকিম ছেলে। পেশায় রাজমিস্ত্রি আজাদ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানান তার বাবা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, ‘গত ১১ তারিখ থেকে আজাদ নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় জিডিও করা আছে। আজকে দুপুরে আজাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও মোবাইল পাওয়া যায়নি। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন