মান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত | Daily Chandni Bazar মান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৪ ০১:০৪
মান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে রাসেল রানা (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে প্রসাদপুর-জোতবাজার আঞ্চলিক সড়কের মীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল রানা উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মোতাহার হোসেন দেওয়ানের ছেলে। উপজেলা সদরে আসার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে উল্লেখিত স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত রাসেল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে আসছিল। পথে মীরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই রাসেলের মৃত্যু হয়েছে। 
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহত রাসেলের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন