সাঘাটায় যমুনা নদীর ভাঙ্গন রক্ষা প্রকল্পের মুন্সিরহাট ৫ নং প্যাকেজ কাজে বাঁধা | Daily Chandni Bazar সাঘাটায় যমুনা নদীর ভাঙ্গন রক্ষা প্রকল্পের মুন্সিরহাট ৫ নং প্যাকেজ কাজে বাঁধা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৪ ১০:২২
সাঘাটায় যমুনা নদীর ভাঙ্গন রক্ষা প্রকল্পের মুন্সিরহাট ৫ নং প্যাকেজ কাজে বাঁধা
নুর হোসেন রেইন,ভ্রামমান প্রতিনিধিঃ

সাঘাটায় যমুনা নদীর ভাঙ্গন রক্ষা প্রকল্পের মুন্সিরহাট ৫ নং প্যাকেজ কাজে বাঁধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীর ডান তীর ভাঙ্গন রক্ষা শীর্ষক প্রকল্পে মুন্সিরহাট এলাকায় ৫ নং প্যাকেজ কাজে জিও ব্যাগ এবং সিসি ব্লক নির্মাণ কাজে বাঁধা, চাঁদা দাবী ও লে —আউটের বাঁশের খুঁটি  তুলে নিয়ে গেছে একটি সঙ্ঘবন্ধ দল। অভিযোগে জানা যায় , বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাংলাদেশ নেভি ডগ ইয়াড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নারায়ণগঞ্জ ঠিকাদারি প্রতিষ্ঠান ২২ কোটি  ৬৮ লক্ষ ৮৫ হাজার ৪ শত ২৮ টাকা চুক্তি মূল্যে বরাদ্দে কাজটি পায়। উক্ত কাজ নকিব কনস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর চুক্তিপত্র অনুযায়ী মেসার্স আব্দুল্লাহ আজমীর ট্রেডার্স মাধ্যমে সাঘাটা উপজেলার যমুনা নদীর ডান তীরের ভাঙ্গন রক্ষা শীর্ষক প্রকল্পের মুন্সিরহাট ৫ নং প্যাকেজ জিও ব্যাগ, সিসি ব্লক নির্মাণ সাব ঠিকাদার হিসেবে আলমগীর হোসেন দায়িত্ব পালন করছেন। বেশ কিছুদিন হতে উত্তর সাতালিয়া গ্রামের মোনারুল ইসলাম, এনারুল ইসলাম, রতন ও লুৎফার সহ ১০/১২ জনের একটি দল কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মোটা অংকের চাঁদা দাবি করে আসছেন। ঘটনার দিন ১৫ মার্চ শুক্রবার সকাল ১১ টার দিকে তারা দলবদ্ধ হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে এসে। ডাম্পিং স্থানের  লাল রং দ্বারা চিহ্নিত বাঁশের  খুটি গুলো তুলে নিয়ে যায়। এ সময়ে আলমগীর বাঁধা দিলে তাকে হত্যার হুমকি দেয় তারা। এ বিষয়ে আলমগীর হোসেন সাঘাটা থানায় অভিযোগ করলে  এস, আই জহরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন