গোবিন্দগঞ্জে বালু তোলার মহোৎসব রাত নামলেই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে বালু তোলার মহোৎসব রাত নামলেই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৪ ০১:২২
গোবিন্দগঞ্জে বালু তোলার মহোৎসব রাত নামলেই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে বালু তোলার মহোৎসব
রাত নামলেই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী সেতুর পুর্ব উভয় পার্শ্বে, ফুলবাড়ী ইউনিয়নের বাঁধের দক্ষিণ পার্শ্বে, দরবস্ত ও কাটাবাড়ী ইউনিয়নে পলুপাড়া সেতুর পশ্চিম পার্শ্বে, রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর এলাকায় বড়দহ সেতুর আশেপাশে বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন, নদীর তীর ও চর কেটে বিক্রির প্রতিযোগিতায় নেমেছে স্থানীয় বালুদস্যুরা। প্রতিদিন রাত নামলেই শুরু হয় বালু উত্তোলন, নদীর তীর ও চর কাটার মহোৎসব। দিনের আলোয় সবকিছু বন্ধ থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে নদীর পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় এসব মহোৎসব। জনস্বার্থে এসব বালু উত্তোলন, নদীর তীর ও জমির উপরিভাগের উর্বর মাটি কাটা বন্ধে প্রশাসনের শক্তিশালী ভুমিকা পালন করতে হবে বলে মনে করেন সচেতন মহল।

এছাড়াও গোবিন্দগঞ্জে বালু উত্তোলন ও পরিবহনে একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। বালুদস্যুদের সাথে ড্রাম-ট্রাক সমিতির কথিত নেতা শামীম, সালামের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তারা উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন করে এবং চর ও মাটি কেটে বিভিন্ন জেলায় পরিবহন করছে। একাজে ব্যবহৃত শতাধিক ড্রাম ট্রাক ও ভেকু (স্কেবেটর) বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে তা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে জনশ্রুতি রয়েছে। যেকোন মুহূর্তে সরকারের নির্মিত চারলেন রাস্তা ও কাটাখালি সেতু সহ দৃশ্যমান কোটি কোটি টাকার উন্নয়ন বন্যা, ভূমি ধ্বসের ও ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যেতে পারে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন