ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার | Daily Chandni Bazar ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মার্চ, ২০২৪ ০০:১০
ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার
ষ্টাফ রিপোর্টার

ঢাকায় ভারতীয়
হাইকমিশনের ইফতার

পবিত্র মাহে রমজানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে মঙ্গলবার ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকার, সংসদ, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সাংস্কৃতিককর্মীসহ ৪'শ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিয়েছিলেন।

ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে ইফতার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সম্মানিত অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মো.  ফরিদুল হক খান। 
ইফতার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনকে বিশেষ গুরুত্ব দেন। এছাড়াও তিনি ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। হাইকমিশনার  করেন, ইফতার এর এমন আয়োজন জনগণের গভীর বন্ধনের প্রতীক। এমন আয়োজন ভারত-বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন