
বগুড়ার গাবতলীতে শ্রীমতি সীমা রানী (২০) নামের এক গৃহবধূকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ৪০হাজার টাকা হাতিয়ে নিয়েছে রুবেল (২৫) নামের এক প্রতারক। ঘটনাটি ঘটেছে উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের নাড়–য়ামালা হিন্দুপাড়া গ্রামে।
একাধিকসূত্র জানা গেছে, রুবেল (২৫) নামের এক ব্যক্তি উল্লেখিত নাড়–য়ামালা হিন্দুপাড়া গ্রামের শ্রী রামনাথের স্ত্রী শ্রীমতি সীমা রানীর কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে মোট ৪০হাজার টাকা গ্রহণ করে। পরে ওই টাকা ফেরত চাইলে গত ১৫মার্চ বেলা ১১টায় রুবেল ০১৭১৮-৬৮৮৯৬৬ নম্বর থেকে মোবাইল করে বিভিন্ন তালবাহানার একপর্যায়ে গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন