শিবগঞ্জে মামলা থেকে অব্যহতি চেয়ে শিক্ষকের সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar শিবগঞ্জে মামলা থেকে অব্যহতি চেয়ে শিক্ষকের সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৪ ০২:৪৬
শিবগঞ্জে মামলা থেকে অব্যহতি চেয়ে শিক্ষকের সংবাদ সম্মেলন
শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ

শিবগঞ্জে মামলা থেকে অব্যহতি 
চেয়ে শিক্ষকের সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামে মৃত: আব্দুস ছামাদ ফকিরের ছেলে কেজি মাদ্রাসার শিক্ষক  মাহমুদুল হাসান গতকাল বৃহস্পতিবার শিবগঞ্জ প্রেস ক্লাবে মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে। 
লিখিত সংবাদ সম্মেলনে ভূক্তভোগী শিক্ষক বলেন, আমি একজন কেজি মাদ্রাসার শিক্ষক। কিন্তু আমার গ্রামে পারিবারিক দ্বন্দ্বের কারনে শক্রতামূলক ভাবে আমাকে হয়রানি করার জন্য প্রশাসনের নিকট মিথ্যা তথ্য সরবরাহ করে সাম্প্রতি বগুড়া সদর থানায় মিথ্যা মিথ্যা মামলায় জড়িত করে আমাকে হয়রানি করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নেই বা আমার কোথাও নামও নেই সে বিষয়ে রায়নগর গ্রামের জনসাধারণ অবগত রয়েছে। তিনি বলেন, আমি শিক্ষকতার পাশাপাশি ছোট বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে ও কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করি। কিন্তু অতিব দুঃখের বিষয় আমাকে জড়িয়ে এধরনের মিথ্যা মামলা আমার পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সঠিক তদন্তের মাধ্যমে উল্লেখিত মামলা থেকে আমাকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক মিজানুর রহমান, আসিফ রহমান প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন