মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে বেয়াই খুন | Daily Chandni Bazar মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে বেয়াই খুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৪ ০৩:০৩
মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে বেয়াই খুন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে বেয়াই খুন

নওগাঁর মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে আরেক বেয়াই খুন হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে। 
নিহতের নাম আজিবর রহমান (৫০)। তিনি ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের বাসিন্দা। অন্যদিকে তার বেয়াই একই গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০)। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দেলোয়ার হোসেনকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের ময়নাতদন্তসহ এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 
স্থানীয় বাসিন্দারা জানান, তিনবছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে উর্মি খাতুনের বিয়ে হয়। এটি ছিল তাদের ভালবাসার বিয়ে। এ কারণে বিয়ের পর থেকেই উভয় পরিবারের মধ্যে বিরোধ লেগেই ছিল।
প্রত্যক্ষদর্শী নিতাই চন্দ্র জানান, মেয়ের বাবা দেলোয়ার হোসেন একজন ফলব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুলমার্কেটে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে দুই বেয়াই বাগ্বিত-ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা চাকু নিয়ে বেয়াই আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেয়। এতে আজিবর রহমান জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন