বগুড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ | Daily Chandni Bazar বগুড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৪ ০৩:১০
বগুড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ
র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩

বগুড়া সদরে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহত ট্রাকটিও জব্দ করা হয়। 

গ্রেপ্তররা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জের ট্রাকচালক মজিদুল ইসলাম (৩৩), তার দুই সহকারী একই গ্রামের মামুন মিয়া (৩৯) ও আজিজুল হক (২৩)। 
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কামান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, ট্রাকে করে সাড়ে ১৫ কেজি গাঁজা রংপুর থেকে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই ট্রাকে চালকের সিটের নিচে লুকানো তিনটি বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।