বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ | Daily Chandni Bazar বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৪ ০৩:১২
বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে 
চাঁদাবাজি: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাকে চাঁদা তোলার সময় তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে বুধবার রাত ৮ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি রশিদও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তররা হলেন, শাজাহানপুর উপজেলার সাইফুল ইসলাম (৪৭), মোঃ রিপন (২৬) ও দুপচাঁচিয়া উপজেলার মহিদুল ইসলাম (২৯)। 
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কামান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুরে পণ্যবাহী ট্রাক আটকিয়ে চাঁদাবাজি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এই সময় চাঁদা উঠানোর রশিদসহ হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার সকালে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন