দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৪ ২৩:৪১
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নূরনবী লুলু (৫২) নামের এক ব্যক্তির নিহত হয়েছে। ২২মার্চ শুক্রবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।  নূরনবী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তোজাম্মেল হোসেন মন্ডলে ছেলে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে নূরনবী লুলু উপজেলার সাহারপুকুর বাজার থেকে অটোভ্যানে করে দোকানীর মাল নিয়ে  চৌমুহনী বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাক অটোভ্যানে ধাক্কা দিলে নূরনবী রাস্তার ওপড় পড়ে যান। এসময় ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করেন। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার সড়ক দুর্ঘটনায় ভ্যান চালনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন