সান্তাহারে ট্রেন থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার | Daily Chandni Bazar সান্তাহারে ট্রেন থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৪ ০২:৪১
সান্তাহারে ট্রেন থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার
সান্তাহার প্রতিনিধি(আদমদীঘি):

সান্তাহারে ট্রেন থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার

আদমদীঘির সান্তাহার রেলওয়ে পুলিশ আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি থেকে মালিক বিহীন ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে।

 শুক্রবার রাতে(২২ মার্চ) রাতে
কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ৬নং বগির একটি সিটের নীচ থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়,  উদ্ধার হওয়া গাঁজার কোন মালিক পাওয়া যায়নি। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং গাঁজার মালিকে খোঁজা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন