গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৪ ০০:১৪
গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রায় জনসাধারণের ভোগান্তি কমাতে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে মহাসড়ক যানজট মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে মহাসড়কের দুইপাশে এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধ-শতাধিক অবৈধ দোকান-পাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া। এ সময় পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, হাইওয়ে থানা ফোর্স, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার, ট্র্রাফিক পুলিশের ইন্সপেক্টর মঞ্জুর, থানার সেকেন্ড অফিসার প্রলয় বর্মাসহ হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া বলেন, ঈদে মানুষ যাতে নির্বিঘেœ ঘরে ফিরতে পারে সেজন্য রমজান মাসজুড়ে এই অভিযান অব্যহত থাকবে। অভিযানের প্রথম দিনে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় থেকে হাইস্কুল মোড় এবং ঢাকা-দিনাজপুর মহাসড়কের পশ্চিম চার মাথা মোড় পর্যন্ত বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন