বিইউজে’র সভায় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি | Daily Chandni Bazar বিইউজে’র সভায় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৪ ২২:৪৬
বিইউজে’র সভায় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি
প্রেস বিজ্ঞপ্তি

বিইউজে’র সভায় গণহত্যা দিবসের
                আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)’র আয়োজনে আলোচনা সভা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে সংগঠনের সভাপতি জে এম রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক মাসুদুর রহমান রানার সঞ্চালনায় সভায়  প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রদীপ ভট্রাচার্য শংকর। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বিইউজে’র বিদায়ী সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিন্টু ও বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক আব্দুল মোত্তালেব মানিক। সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক প্রবীর মোহন্ত, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন, নির্বাহী কমিটির সদস্য তানসেন আলম, বিইউজে’র সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ঠান্ডা, দৈনিক করতোয়া ইউনিটের ভারপ্রাপ্ত ইউনিট চীফ আসাফ-উদ-দ্দৌলা ডিউক, গৌরব চন্দ্র দাস, বিধান চন্দ্র সিংহ, রাজু ইসলাম, ফেরদৌস ওয়াহিদ সুমন, আব্দুল বারী মামুন, প্রমূখ।  

সভায় প্রধান আলোচক বলেন, বাঙ্গালীর স্বাধীনতার আকাংখা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানী হানাদার বাহিনী। কিন্তু বাঙ্গালী জাতিকে দাবিয়ে রাখা যায়নি। গণহত্যার শিকার শহীদরা স্বাধীনতা অর্জনে অনুপ্রানিত করেছিল। তিনি গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেন। সভার শুরুতে গণহত্যা দিবসের আত্মদানকারী এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন