গাবতলীতে বাড়ীঘর ভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগ | Daily Chandni Bazar গাবতলীতে বাড়ীঘর ভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৪ ২৩:০৭
গাবতলীতে বাড়ীঘর ভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে বাড়ীঘর ভাংচুর ও
গাছপালা কর্তনের অভিযোগ

বগুড়ার গাবতলীতে অবৈধভাবে জমির মালিকানা দাবী করে টিনের বাড়ীঘর ভাঙচুর ও বিভিন্ন গাছপালা কেটে ফেলেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত ২৮মার্চ বেলা ১০টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 
জানা গেছে, উল্লেখিত পাররানীরপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের আ: হান্নান প্রাং (৪৭) রানীরপাড়া মৌজায় ২শতক জমি ভোগদখল করে আসছে। কিন্তু একই গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে গত ২৮মার্চ বেলা ১০টায় বিভিন্ন গাছ কেটে ফেলে এবং টিনের ঘর ভেঙে ফেলে। এখন ওই জমিতে নতুন ঘর নির্মাণের পাঁয়তারা করছে। এ ঘটনায় ভুক্তভোগী আ: হান্নান বাদী হয়ে পাররানীরপাড়া গ্রামের মহিদুল, দুলু প্রাং এবং আরিফুলকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই তৈয়বুর রহমান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন