পশ্চিম বগুড়া অটো টেম্পু ও সিএনজি চালক উন্নয়ন সমিতির অনুদান বিতরণ | Daily Chandni Bazar পশ্চিম বগুড়া অটো টেম্পু ও সিএনজি চালক উন্নয়ন সমিতির অনুদান বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৪ ২৩:১৫
পশ্চিম বগুড়া অটো টেম্পু ও সিএনজি চালক উন্নয়ন সমিতির অনুদান বিতরণ
ষ্টাফ রিপোর্টার

পশ্চিম বগুড়া অটো টেম্পু ও সিএনজি চালক উন্নয়ন সমিতির অনুদান বিতরণ

শুক্রবার বিকেল ৩টায় পশ্চিম বগুড়া অটো টেম্পু ও সিএনজি চালক উন্নয়ন সমিতির মৃত সদস্যের পরিবার ও কন্যা বিবাহের অনুদান বিতরণ করা হয়েছে। শহরের চারমাথায় সংগঠন কার্যালয়ে পশ্চিম বগুড়া অটো টেম্পু ও সিএনজি চালক উন্নয়ন সমিতির সভাপতি ওহেদুল ইসলামের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক বাবর আলী মোল্যা। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় ৫ জন মৃত সদস্যের পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা ও দুজন সদস্যের কন্যা বিবাহের জন্য ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। অনুদান বিতরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক মাহবুর রহমান মানিক, সংগঠনের সহ সভাপতি মজনু শেখ, সহ সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল গোফফার, প্রচার সম্পাদক মিঠু শেখ, কোষাধ্যক্ষ রায়হান মোল্লা জনি, সমাজকল্যাণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক রতন শেখ, সড়ক সম্পাদক আব্দুর রশিদ, সহকারী সড়ক সম্পাদক ইনসান প্রাং, সদস্য আল আমিন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন