ধুনটে জুয়ার আসর থেকে ৩ জন গ্রেপ্তার | Daily Chandni Bazar ধুনটে জুয়ার আসর থেকে ৩ জন গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৪ ২২:৪৯
ধুনটে জুয়ার আসর থেকে ৩ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ধুনটে জুয়ার আসর থেকে
৩ জন গ্রেপ্তার

বগুড়ার ধুনটে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) গ্রেপ্তরকৃতদের বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মথুরাপুর গ্রামের লক্ষণ চন্দ্র সাহার ছেলে তন্ময় সাহা (৩০), একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মহিদুল (৪০) ও উলিপুর গ্রামের তারাপদ হাওলাদারের ছেলে প্রেম ভেতর হাওলাদার (৪২)।

ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃতরা দিবাগত রাতে মথুরাপুর শ্মশানঘাটের পূর্বপাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন