গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসা পরিদর্শনে এমপি ডাঃ নান্নু | Daily Chandni Bazar গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসা পরিদর্শনে এমপি ডাঃ নান্নু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৪ ২২:৫১
গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসা পরিদর্শনে এমপি ডাঃ নান্নু
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসা 
পরিদর্শনে এমপি ডাঃ নান্নু

বগুড়া গাবতলীর ৩শত ১৬বছরের ঐতিহ্যবাহী সোন্দাবাড়ী দারুল হাদিস রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা অত্যাধুনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতীয় সংসদ থেকে শুরু করে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে জোর তদবির করছেন এই মাদ্রাসার উন্নয়নের জন্য। এরই অংশ হিসেবে গতকাল রবিবার অত্র মাদ্রাসাটি পরিদর্শন করেছেন বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু,বগুড়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মোহাম্মাদ কাউসার, গাবতলীর ইউএনও নুসরাত জাহান বন্যা, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার নাইম হোসেন, মাঠকর্মী মোহাম্মাদ জাহিদ, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, সরদার আতিকুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান টুকু, আনিছুর রহমান তারা, আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ওয়ার্ড আ’লীগের সভাপতি আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন