সাঘাটায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত | Daily Chandni Bazar সাঘাটায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৪ ২৩:০০
সাঘাটায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত
ভ্রামমান প্রতিনিধিঃ

সাঘাটায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

ঈদের কেনাকাটা শেষে  বগুড়া থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে নিজ বাড়ীতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা ও  ছেলে নিহত হয়েছে।

নিহত মা ও ছেলে হলেন, উপজেলার উত্তর উল্যা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী শান্তা বেগম (৩৫) ও ছেলে রবি মিয়া (১৪)।  এছাড়াও ওই ঘটনায়  একই এলাকার আশরাফুল ইসলামের মেয়ে রূম্পা(১৪), আব্দুল আজিজ দুদু (৬০) ও আব্দুল আজিজ দুদুর স্ত্রী আহত হয়েছেন। জানা যায়, ৩০ মার্চ শনিবার রাত ৯ টার সময় সাঘাটা—গাইবান্ধা মহাসড়কের সাঘাটা বীলবস্তা নামক স্থানে রাস্তার ধারে ঠিকাদারি প্রতিষ্ঠান  রাস্তার উন্নয়ন কাজে ব্যবহৃত দাঁড়ানো অবস্থায় থাকা একটি প্লান মেশিনে সিএনজিটি ধাক্কা   দিলে সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।পরে তাদেরকে সাঘাটা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায়  দুটি এম্বুলেন্সে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। উক্ত হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতালের আইসিইউতে মা শান্তা ও ছেলে রবি মারা যায় এবং অপর আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটো রিকশাটি আটক করে থানায় নিয়ে যায় । এ সময় ঘাতক সিএনজি  চালক পালিয়ে যায়।
এ বিষয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হকের সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন