গোবিন্দগঞ্জে গলা কেটে হত্যা মামলায় ২জন গ্রেফতার | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে গলা কেটে হত্যা মামলায় ২জন গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৪ ২৩:১৯
গোবিন্দগঞ্জে গলা কেটে হত্যা মামলায় ২জন গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে গলা কেটে হত্যা মামলায় ২জন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের কবলে পড়ে এক কলা ব্যবসায়ী নিহত এবং অপর একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত শনিবার (৩০ মার্চ) রাতে ১১টার দিকে উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর নামক স্থানে দুর্বৃত্তদের কবলে পড়ে তিন কলা ব্যবসায়ী। এর মধ্যে নিহত লেবু মিয়া (৪৫) গুমানীগঞ্জ ইউপির জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে গলা-কাটা জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একই গ্রামের দক্ষিণপাড়ার নুর বক্তার ছেলে শাহ আলম (৪৫)। অপরদিকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শহিদুলের বাড়িও একই গ্রামে।
স্থানীয়রা জানায়, তিনজনই কলা ব্যবসায়ী। রাজা-বিরাট থেকে কলা বিক্রি করে রাতে বাড়ি ফেরার পথে ৫-৭ জন দুর্বৃত্তদের কবলে পড়ে। তবে তাদের কাছে রক্ষিত টাকাগুলো দুর্বৃত্তরা না নেওয়ায় এটা পরিকল্পিত হত্যা কিনা খতিয়ে দেখার কথা জানান তারা।
এ ঘটনায় রবিবার (৩১ মার্চ) গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ এর নেতৃত্বে এস আই প্রলয় কুমার বর্মা, এস,আই রায়হানুজ্জামান,এস আই হারুন অর রশিদ, এএসআই রেজাউল ইসলাম এই অভিযান পরিচালনা করে এজাহার ভুক্ত ২নং আসামী আলিমুদ্দিনের পুত্র আলমগীর হোসেন (৩০) ও ৩ নং আসামি পিতা মৃত খয়বর আলীর পুত্র আলিমুদ্দিন (৫৫) উভয়কে গ্রেফতার করে। গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকা- সংগঠিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমরা এজাহার ভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং অন্যান্য আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এলাকাবাসী ও হত্যাকান্ডের শিকার পরিবারটি এ নির্মম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন