নন্দীগ্রামে মহিলা ভিক্ষুককে কু-প্রস্তাব, রাজি না হওয়ায় মারপিটের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার | Daily Chandni Bazar নন্দীগ্রামে মহিলা ভিক্ষুককে কু-প্রস্তাব, রাজি না হওয়ায় মারপিটের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৪ ২৩:২০
নন্দীগ্রামে মহিলা ভিক্ষুককে কু-প্রস্তাব, রাজি না হওয়ায় মারপিটের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-

নন্দীগ্রামে মহিলা ভিক্ষুককে কু-প্রস্তাব, রাজি না হওয়ায় মারপিটের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে মহিলা ভিক্ষুককে কু-প্রস্তাব, রাজি না হওয়ায় মারপিটের অভিযোগে আনিছুর রহমান (৩৫) নামে এক মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আনিছুর উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের    মৃত আব্দুল গফুরের ছেলে। জানা গেছে, গত ২৭ মার্চ কুন্দারহাট এলাকায় ওই মহিলা ভিক্ষা করতে গেলে আনিছুর রহমান কু-প্রস্তাব দেয়। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সে শ্লীলতাহানী ও মারপিটের ঘটনা ঘটায়। এ ঘটনায় ২এপ্রিল ওই ভিক্ষুক মহিলা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় আনিছুর রহমান বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে ১এপ্রিল দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে আনিছুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামের বেগুনিপাড়ার আব্দুল মজিদের স্ত্রী তাছলিমা বিবি (২৮)। তার স্বামী আব্দুল মজিদ মারা যাওয়ায় পর তাছলিমা বিবি দুইটি কন্যা সন্তান নিয়ে  মানবেতর জীবনযাপন করতে থাকে। তিনজনের জীবন চালাতে তাছলিমা ভিক্ষাবৃত্তি করে। তাছলিমা ভিক্ষাবৃত্তি করতে গিয়ে তার যৌন লালসার শিকার হন। এলাকবাসী লম্পট আনিছুর রহমানের শাস্তির দাবি জানিয়েছে। থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন জানান, অভিযোগ পেয়ে আমরা আসামি গ্রেপ্তার করেছি। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আসামির শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন