
প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৪ ২৩:২৫
মান্দায় ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বাষিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যার পর ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠিকাদার সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন শরিফুল ইসলাম, আলহাজ্ব শহিদুল ইসলাম, অরুণ কুমার ম-ল, আব্দুল মজিদ তালুকদার, মাহবুব আলম নান্টু, আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
শেষে সর্বসম্মতিক্রমে সাইদুর রহমানকে সভাপতি, শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এসএম মেহেদী হাসান বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট মান্দা ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বাষিক কমিটি গঠন করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন