আদমদীঘিতে ৫৬ দরিদ্র অসহায় নারী পেলো প্রধানমন্ত্রীর উপহার | Daily Chandni Bazar আদমদীঘিতে ৫৬ দরিদ্র অসহায় নারী পেলো প্রধানমন্ত্রীর উপহার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৪ ২৩:৩০
আদমদীঘিতে ৫৬ দরিদ্র অসহায় নারী পেলো প্রধানমন্ত্রীর উপহার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

আদমদীঘিতে ৫৬ দরিদ্র অসহায় নারী পেলো প্রধানমন্ত্রীর উপহার

বগুড়ার আদমদীঘিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩৮ জন দরিদ্র নারী শিক্ষার্থীকে লেডিস বাইসাইকেল ও ১৮ জন অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা চত্ত্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় নারী উন্নয়ন ফোরাম আদমদীঘি উপজেলার রাজস্ব তহবিল থেকে সহায়তা দেয়া হয়। নারী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে লেডিস বাইসাইকেল ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সালমা বেগম চাঁপা, প্রকৌশলী রিপন কুমার সাহা, হিসাব রক্ষক নিমাই কর্মকার, কার্যসহকারী বিকাশ দেবনাথ প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন