বীর মুক্তিযোদ্ধা আকতারুল ইসলামকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন | Daily Chandni Bazar বীর মুক্তিযোদ্ধা আকতারুল ইসলামকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২৪ ২২:২১
বীর মুক্তিযোদ্ধা আকতারুল ইসলামকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন
সুখানপুকুর (বগুড়া) প্রতিনিধিঃ

বীর মুক্তিযোদ্ধা আকতারুল ইসলামকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

বগুড়ার সোনাতলায় বীর মুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলামের মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের শোক সংবর্ধনা। 

আকতারুল ইসলাম দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ শিহিপুর এলাকার মৃত কে এম হাসেন আলীর পুত্র। মত্যৃকালে তার বয়স ছিল ৬৯ বছর। গতকাল তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদীন যাবৎ তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ০৬ টার দিকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে রেখে যান। তিনি দীর্ঘ দিন ধরে এ্যাজমা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। 
মৃত্যুর বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক মন্ডল এলাকায় উপস্থিত হয়ে পরিবারের সাথে কথা বলে সকাল ১০টার দিকে সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ সদস্য কর্তৃক রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এর পর জানাযা নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল হক টুল্লু, বীর মুক্তিযোদ্ধা নূর আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আলীম, বীর মুক্তিযোদ্ধা মুকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফুজার রহমান শিপলু, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহিদুল ইসলাস, সোনাতলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মিজানুর রহমান রনি, আবুল কালাম আজাদ বাবু, আব্দুস সালাম ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আকতারুল ইসলামের মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর ০১০০০০৬৬২, বেসামরিক গেজেট (২২৫৮)।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন