
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ২টি পরিবারের ৮টি ঘর নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টায় গোবিন্দগঞ্জ পৌর এলাকার কলিকাডোবা গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হলেন গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কালিকাডোবা গ্রামের মরহুম মানিক মোল্লার ছেলে রফিকুল ইসলাম ও প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম ফারাজ মোল্লার ছেলে আব্দুল মোমিন মোল্লা।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ আতিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টায় তারা অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে যান। ঘটনাস্থলে পৌঁছে তারা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। মোহন ও মমিনের ৭টি ঘর সহ মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী অগ্নিকান্ডের তাদের নগদ টাকা, স্বর্ণলংকার, ঘরের বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৭০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুবলীগ নেতা তারিকুল বাসার দুলাল, ছাত্রলীগের সদস্য শিহাব সরকার প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন