বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারের উদ্যোগে পবিত্র রজনী লাইলাতুল কদর পালিত | Daily Chandni Bazar বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারের উদ্যোগে পবিত্র রজনী লাইলাতুল কদর পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৪ ২২:১৭
বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারের উদ্যোগে পবিত্র রজনী লাইলাতুল কদর পালিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারের উদ্যোগে
পবিত্র রজনী লাইলাতুল কদর পালিত

হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার সুন্নতী জামে মসজিদ

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ইবাদতের মধ্য দিয়ে গত শনিবার রাতে হক্বের দা'ওয়াত সিদ্দীক্বিয়া দরবার সুন্নতী জামে মসজিদ বরোপুর, বগুড়ায় পবিত্র লাইলাতুল কদর পালিত হয়। প্রতি বছরের ন্যায় এই রাত্রীতেও বগুড়ায় সুন্নতী জামে মসজিদ ও দরবারের প্রতিষ্ঠাতা ও পেশ ইমাম মুহাম্মাদ এম.এম.ডি ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকীর তত্ত্বাবধানে তারাবীহ্ সালাত পরবর্তী সময় হতে ফজর পর্যন্ত পবিত্র কোরআন হতে তিলাওয়াত, হামদ্—নাত, জিকির ফিকির, নামাজ ও মিলাদ—ক্বিয়ামের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করা হয়।

পবিত্র কোরআন শরীফ অবতীর্ণের এই মহিমান্বিত রজনী ‘লাইলাতুল কদর’এ ইবাদত—বন্দেগীর ফজিলত ও মর্যাদা নিয়ে আলোচনা করেন পেশ ইমাম মুহাম্মাদ এম.এম.ডি ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দিকী। তিনি তার আলোচনায় পবিত্র কোরআন শরীফের আয়াত উল্লেখ করে বলেন, অন্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব অর্জিত হয়। তাই সকল মুসলিমের উচিত এই বিশেষ রজনীতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আমাদের প্রাণপ্রিয় নবীজি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মতদের জন্য এই রজনী এক বিশেষ নিয়ামত। 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৃত ইসলাম ও বর্তমান সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। বাংলাদেশে যুগে যুগে আসা অলি—আওয়ালিয়াদের শান্তিপূর্ণ ইসলাম প্রচার ও প্রসারের দিকগুলি তুলে ধরেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মওলানা মুহাম্মদ রবিউল ইসলাম জিহাদী সাহেব। 
হাজারো মুসল্লির অংশগ্রহণে রাত্রি জাগরণের পর পরবতীর্ দিনে রোজা রাখা উপলক্ষে সকলকে সেহরীর খাওয়ানো হয়। পরিশেষে অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থণাসহ দেশ—জাতি ইসলামের সার্বিক মঙ্গল কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট মোনাজাত করা হয়।