বগুড়ায় কোটা আন্দোলনকারীদের হামলায় পাঁচ সাংবাদিক আহত | Daily Chandni Bazar বগুড়ায় কোটা আন্দোলনকারীদের হামলায় পাঁচ সাংবাদিক আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪ ১৫:২৫
বগুড়ায় কোটা আন্দোলনকারীদের হামলায় পাঁচ সাংবাদিক আহত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় কোটা আন্দোলনকারীদের হামলায় পাঁচ সাংবাদিক আহত

বগুড়ায় কোটা আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন পাঁচ সাংবাদিক। এ ছাড়া সময় টেলিভিশনের একজন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সাংবাদিকদের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।  ১৭ জুলাই মঙ্গলবার  দিনভর শহরে কোটা আন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ বলেন, আজ বিকেলে কোটা আন্দোলনকারীরা মিছিল বের করলে শহরের সাতমাথায় তাঁদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাধে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে কোটা আন্দোলনকারীদের হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বগুড়া ব্যুরোপ্রধান মেহেরুল সুজন, দৈনিক করতোয়ার ফটোসাংবাদিক সফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক বিমু রহমান, গাজী টেলিভিশনের ক্যামেরাপারসন এনামুল হক ও একটি অনলাইনে কর্মরত এক সাংবাদিক। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া দুপুরে শহরের বনানী মোড়ে কোটা আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করলে সময় টেলিভিশনের সাংবাদিক আবদুল আওয়ালকে পেশাগাত কাজে বাধা দেওয়া হয়।